ঠান্ডায় কাঁপছে দেশ, শৈতপ্রবাহ থাকবে আরো ২ দিন

ঠান্ডায় কাঁপছে দেশ, শৈতপ্রবাহ থাকবে আরো ২ দিন

ঢাকা, ৭ জানুয়ারি (জাস্ট নিউজ): কনকনে ঠান্ডায় কাঁপছে পুরো দেশ। এ থেকে সহসা স্বস্তি মিলছেনা মানুষের, শৈতপ্রবাহ আরো দুই দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া বলেছেন, রাজশাহী, পাবনা, দিনাজপুর এবং কুষ্টিয়া অঞ্চলের মধ্য দিয়ে তীব্র শৈতপ্রবাহ অনুভূত হচ্ছে। আগামী দুই দিন পর্যন্ত আবহাওয়া এরকম থাকছে।

রবিবার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সারাদেশে মাঝারি থেকে হালকা কুয়াশা পড়বে। কোথাও তা দুপুর পর্যন্ত বিরাজ করবে।

সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

(জাস্ট নিউজ/জিওয়াই/১৩২৫ঘ)