এবি ব্যাংকের ৬ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

এবি ব্যাংকের ৬ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

ঢাকা, ৭ জানুয়ারি (জাস্ট নিউজ) : বিদেশে ২০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে আরব বাংলাদেশ ব্যাংকের ছয় পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে এই ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এবি ব্যাংকের এই ছয় পরিচালক হলেন—শিশির রঞ্জন বোস, মো. মেজবাহুল হক, মো. ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, রুনা জাকিয়া ও মো. আনোয়ার জামিল সিদ্দিকী।

এর আগে গত ১ জানুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটির এই ছয় পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হয়েছিল। তাদের বিরুদ্ধে সিঙ্গাপুরভিত্তিক একটি অফশোর প্রতিষ্ঠান খোলার নাম করে দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে প্রায় ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতেই ওই বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটির এই পরিচালকদের তলব করে দুদক।

একই ঘটনায় গত ২৮ ও ৩১ ডিসেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

(জাস্ট নিউজ/জেআর/১৬২০ঘ.)