একাদশ সংসদ নির্বাচন

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল

ঢাকা, ৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার। বিকাল ৫টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে অথবা বার্তা বাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এদিকে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। ওইদিন বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।

ইসি সূত্রে জানা গেছে, আজ বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলেও গত কয়েকদিনে অনেক বৈধ প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রার্থী আজই মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। ইসির নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আজ বিকালের মধ্যে বৈধ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে। কেননা বর্তমানে একটি আসনে রাজনৈতিক দল বা জোটের একাধিক বৈধ প্রার্থী রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সালের ১৬ (২) ধারা অনুযায়ী, বৈধ একাধিক প্রার্থীর মধ্যে থেকে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বা সমমর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তির স্বাক্ষরে একজনকে প্রতীক বরাদ্দের জন্য চিঠি পাঠাতে হবে। দলের পক্ষ থেকে একজনকে প্রতীক বরাদ্দের চিঠি পাঠানো হলে বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা: নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের ২১ দিন পূর্বে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারেন। আগামী ৩০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। সেই হিসাবে আগামীকাল ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে। একইদিন রিটার্নিং অফিসাররা ৩০০ আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রত্যক বরাদ্দ করবেন। প্রতীক বরাদ্দের পরপরই মূলত প্রচারণা শুরু হবে প্রার্থীদের। নির্বাচনী প্রচারণায় আচরণ বিধির লংঘন ঠেকাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা মাঠে রয়েছেন।

(জাস্ট নিউজ/এমজে/০৮৩০ঘ.)