ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে এনবিআর

ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে এনবিআর

ঢাকা, ৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন, ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা খতিয়ে দেখছি। আমরা কাজ করছি। এটা সময়সাপেক্ষ বিষয়। ব্যাংক সার্চ দিতে হবে।

তিনি বলেন, আপনারা জানেন এই মুহূর্তে যদি খড়্গহস্ত হয়ে যাই তাহলে অনেকে ভাববে যে উনি বিরোধীদলের পক্ষ হয়ে নির্বাচন করছেন এ জন্য ধরছি। যাই হোক এ প্রক্রিয়া চালু আছে।

(জাস্ট নিউজ/এমজে/১৫০০ঘ.)