মিডিয়া, সুশীল সমাজকে সজাগ দৃষ্টি রাখার আহবান

বাংলাদেশে সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় দেশগুলো

বাংলাদেশে সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় দেশগুলো

ঢাকা, ১০ ডিসেম্বর (জাস্ট নিউজ): বাংলাদেশে একটি সত্যিকার এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ফের আহবান জানিয়েছে ইউরোপীয় দেশগুলো।

সোমবার এক যৌথ বিবৃতিতে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা এ আহবান পুনর্ব্যক্ত করেন।

ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের স্বাক্ষরিত বিবৃতিতে অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের উদ্যেগ নিতে সরকার, রাজনৈতিকদল, নির্বাচনকমিশনসহ সংশ্লিষ্ট সবপক্ষকে উদ্যোগ নেবার তাগাদা দেয়া হয়।

বাংলাদেশের উন্নয়নের জন্য জাতীয় নির্বাচনটি অংশগ্রহণমূলক করা খুবি গুরুত্বপূর্ণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে সব নাগরিকদের অধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভা-সমাবেশে সুযোগ নিশ্চিত করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান দূতরা।

সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে দেশগুলো।

আইনশৃঙ্খলা বাহিনী যেন আইন মেনে চলে, সেই বিষয়েও আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতার বিষয়টি নিশ্চিতে মিডিয়া এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সজাগ থাকতে হবে।

বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(জাস্ট নিউজ/জিএস/১৮০০ঘ)