হবিগঞ্জে সায়হাম কটন মিলে অগ্নিকাণ্ড

হবিগঞ্জে সায়হাম কটন মিলে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ, ১১ ডিসেম্বর (জাস্ট নিউজ): হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন মিলে আগুন লেগে তুলা ও সুতার গুদাম পুড়ে গেছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, নোয়াপাড়া এলাকার ওই সুতার কলে মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার গুদামে থাকা সুতা ও তুলা ভোরের দিকেও ধিকি ধিকি জ্বলছিল।

মনিরুজ্জামান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই কারখানায় আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি তিনি।

কারখানার প্রকৌশলী রেজা আহমেদ বলেন, রাত ২টার দিকে হঠাৎ তারা দেখতে পান গোডাউনে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আসেন।

তবে কিভাবে আগুন লাগে তা তিনি বলতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

(জাস্ট নিউজ/এমআই/১২১২ঘ)