ইসিতে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

ইসিতে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

ঢাকা, ১১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার নির্বাচন কমিশনে গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে যান তিনি। ইসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসিতে জোর তৎপরতা চলছে। আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভাবনার কথা মিলার ইসিতে তুলে ধরতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

গত মাসে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন আর্ল রবার্ট মিলার।

সদ্য সাবেক রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বিদায় নেয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলারের নাম ঘোষণা করেন।

এর পর গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পান আর্ল রবার্ট মিলার। বাংলাদেশে আসার আগে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার।

তার আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেল ছিলেন মিলার। যুক্তরাষ্ট্র সরকারের এ কর্মকর্তা ওয়াশিংটন, সানফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে কাজ করেছেন।

এ ছাড়া ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও এল সালভাদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মিলার।

(জাস্ট নিউজ/এমজে/১৬০৫ঘ.)