মির্জা আলমগীরের গাড়িতে হামলায় আমরা বিব্রত : সিইসি

মির্জা আলমগীরের গাড়িতে হামলায় আমরা বিব্রত : সিইসি

ঢাকা, ১২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : নির্বাচনী প্রচারণার প্রথমদিনেই সারদেশে সহিংসতা ও হামলার ঘটনায় বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলায় আমরা বিব্রত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন সহিংসতায় পরিণত না হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমিশনার মাহবুব তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী।

সিইসি বলেন, যেকোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক মূল্যবান। ৩০০ আসনের নির্বাচনের চেয়ে একটা মানুষের জীবন অনেক মূল্যবান। এই সহিংসতা ও জীবনহানি কাম্য হতে পারে না।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে সিইসি কে এম নুরুল হুদা বলেন, কারো প্রচার প্রচারণায় প্রতিবন্ধকতার সৃষ্টি করা যাবে না। সবাইকে সহনশীলতা বজায় রেখে কাজ করতে হবে।

(জাস্ট নিউজ/এমজে/১২১০ঘ.)