শ্যামপুরে স্টিল মিলে ৮ শ্রমিক দগ্ধ

শ্যামপুরে স্টিল মিলে ৮ শ্রমিক দগ্ধ

ঢাকা, ১৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকার কদমতলী স্টিল মিলে লোহা গলানোর সময় আট শ্রমিক দগ্ধ হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মান্নান (৪০), আল আমিন (৩০), আফসার (৩৫), লাবু (২৫), জাহাঙ্গীর (৩০), আজিজ (৩২), শাহ আলম (২৮) ও লতিফ (৩৫)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মীদের একজন মো. আবু বক্কর সুমন জানান, তারা শ্যামপুর বালুর মাঠ ১২ নম্বর রোডের ওয়াসা গেট এলাকার কদমতলী স্টিল মিলে কাজ করেন। সন্ধ্যায় বয়লার মেশিনে ১২ টন লোহা গলানোর কাজ করছিলেন তারা। এ সময় লোহা গলানোর শেষ পর্যায়ে বয়লারের সকেট (যন্ত্র) পড়ে গেলে গলিত লোহা ছিটকে পড়তে থাকে। এতে বয়লারের আশেপাশে থাকা ওই শ্রমিক দগ্ধ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, স্টিল মিলে আটজন দগ্ধের খবর শুনেছি। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

(জাস্ট নিউজ/একে/২২৪৬ঘ.)