মুন্সীগঞ্জে দিনেদুপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, নিহত ২

মুন্সীগঞ্জে দিনেদুপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, নিহত ২

মুন্সীগঞ্জ, ১৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : মুন্সীগঞ্জ সদর উপজেলায় দিনেদুপুরে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে সিপাহিপাড়ার বল্লালবাড়ি এলাকায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, নিহত দুজনের নাম ল্যাংড়া খসরু ও কানা সুমন। এরা দুজনই চিহ্নিত সন্ত্রাসী। এ ঘটনায় র‍্যাবসদস্য মোকাররম হোসেন (৪৫) ও সাফায়াত (৩১) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কর্মকর্তা ও পুলিশ সুপার (এসপি) মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপাহিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুই র‌্যাব সদস্যের হাতে গুলি লাগে। তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। এ ঘটনায় ল্যাংড়া খসরু ও কানা সুমন নামের দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

নিহতদের কাছ থেকে দুটি পিস্তল ও বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান।

(জাস্ট নিউজ/একে/১৭৫৫ঘ.)