রাখাইনে পুলিশের গুলিতে নিহত ৭

রাখাইনে পুলিশের গুলিতে নিহত ৭

নেপিদ, ১৭ জানুয়ারি (জাস্ট নিউজ) : ফের উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন প্রদেশ। সেখানে এক অনুষ্ঠানে সহিংসতায় পুলিশের গুলিতে অন্তত সাত বিক্ষোভাকারী নিহত হয়েছে।

বুধবার মিয়ানমার সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার রাতে রাখাইনের উত্তরাঞ্চলীয় মারাউক ইউ শহরে আরাকান রাজ্যের পতন দিবস উপলক্ষে শতাধিক বিক্ষোভকারীরা একত্রিত হয়েছিল।

রাখাইন রাজ্য সরকারের সেক্রেটারি টিন মায়ুং সউয়ি জানান, এ সময় (অনুষ্ঠান চলাকালে) পুলিশ বিক্ষোভকারীদের পিছু হটতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।

টিন মায়ুং সউয়ি আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে।

এপির খবরে বলা হয়, মঙ্গলবারের বিক্ষোভে রাখাইন বৌদ্ধরা জড়িত। এ ছাড়া রাখাইন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদেরও বাসস্থল। সেখানে রোহিঙ্গা মুসলমানরা দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতনের শিকার।

গত বছরের ২৫ আগস্ট থেকে জীবন বাঁচাতে রাখাইনের ছয় লাখ ৫০ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

(জাস্ট নিউজ/ওটি/১৭১২ঘ.)