ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

১৯৮ রানে অলআউট জিম্বাবুয়ে

১৯৮ রানে অলআউট জিম্বাবুয়ে

ঢাকা, ২১ জানুয়ারি (জাস্ট নিউজ) : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্য পেয়েছে শ্রীলংকা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ব্রেন্ডন টেইলর। এছাড়া গ্রায়েম ক্রেমার ৩৪ ও ম্যালকম ওয়ালার ২৪ রান করেন।

শ্রীলংকার পক্ষে থিসারা পেরেরা চারটি, নুয়ান প্রদীপ তিনটি ও লক্ষণ সান্দাকান দু'টি উইকেট নেন।

ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার বেলা ১২টায় ম্যাচটি শুরু হয়।

সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই— এমন সমীকরণ সামনে রেখে রোববার মাঠে নামে হারুথুসিংহের শ্রীলংকা।

শুরুতে টস ভাগ্য নিজেদের পক্ষে না পাওয়া শ্রীলংকা বল হাতেও সাফল্য পাচ্ছিল না। উদ্বোধনী জুটিতেই জিম্বাবুয়ে ৯.৫ ওভারে স্কোরকার্ডে তুলে ফেলে ৪৪ রান। দশম ওভারের শেষ বলে মাসাকাদজাকে সাজঘরে ফেরত পাঠানোর মধ্য দিয়ে খেলায় ফেরে শ্রীংলকা। নিয়মিত বিরতিতে তুলে নিতে থাকে জিম্বাবুয়ের উইকেট।

স্রোতের বিপরীতে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। তুলে নেন অর্ধশতক। দলীয় ১৭১ রানে টেইলর আউট হয়ে সাজঘরে ফিরে গেলে জিম্বাবুয়ের সংগ্রহ বড় করার সম্ভবনা স্তিমিত হয়ে যায়। শেষ পর্যন্ত ৬ ওভার বাকি থাকতে ১৯৮ রানেই গুটিয়ে যায় তারা।

টুর্নামেন্টের প্রথম লেগের ম্যাচে শ্রীলংকাকে হারানো জিম্বাবুয়ে এই ম্যাচে জয় তুলে নিতে পারলেই চলে যাবে ফাইনালে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১৬৩ রানে বড় ব্যবধানে হারিয়ে দুটি বোনাস পয়েন্টসহ ১০ পয়েন্ট পেয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

শ্রীলংকা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিজ, কুশল পেরেরা, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষণ সান্দাকান ও বানিদু হাসারাঙ্গা।

জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসোরো, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার এমপফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।

(জাস্ট নিউজ/ওটি/১৬২৫ঘ.)