শিক্ষামন্ত্রণালয়ের দুই কর্মচারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষামন্ত্রণালয়ের দুই কর্মচারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ২৩ জানুয়ারি (জাস্ট নিউজ) : ঘুষ লেনদেনের অভিযোগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় অন্য দুই আসামি হলেন লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন।

সোমবার রাতে পুলিশ বাদী হয়ে বনানী থানায় এ মামলাটি করে। বনানী থানার ডিউটি অফিসার এসআই রফিজ উদ্দিন জানান, রাতে ঘুষের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী পিও মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসিরউদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হোসেন মতিন নিখোঁজ থাকার অভিযোগ উঠলেও গত রোববার সন্ধ্যার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করার তথ্য মিলেছে। গুলশান ও বছিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

(জাস্ট নিউজ/ওটি/১১০৪ঘ.)