সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

বরগুনা, ২৪ জানুয়ারি (জাস্ট নিউজ): সুন্দরবনের বলেশ্বর নদী সংলগ্ন পাথরঘাটা উপজেলায় র‍্যাব-৮-এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন ওরফে মুন্নাসহ তিন দস্যু নিহত হয়েছে। এ সময় অভিযান চালিয়ে বিপুল পরিমান গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার মাঝের চর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-০৮-এর সিও উইং কামান্ডার হাসান ইমন আল রাজীব জানান, সুন্দরবনের বলেশ্বর নদী সংলগ্ন মাঝের চর এলাকায় বনদস্যুরা ঘাটি করেছে জেলেদের কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে মুন্না বাহিনীর সদস্যরা গুলি বর্ষন শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে বনদস্যুরা পালিয়ে গেলে ওই এলাকায় তাল্লাশি চালিয়ে ৩ বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন বাহিনী প্রধান স্বপন পোদা ওরফে মুন্না (৩২) বলে বনজীবী ও বাওয়ালীরা সনাক্ত করে। অন্যদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, এসময় বনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত বনদস্যুদের লাশ ও উদ্ধার করা গোলাবারুদ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে।

(জাস্ট নিউজ/ওটি/১০৪৩ঘ.)