বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ: পোপ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ: পোপ

ঢাকা, ২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন রোমান ক্যাথালিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

শনিবার সকালে তেজগাঁওয়ের মাদার তেরেসা হোমে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পোপ। একইসঙ্গে পরনিন্দা করাকে সন্ত্রাসবাদের থেকেও ভয়ঙ্কর বলেও জানান তিনি।

সকাল ১০টায় তেজগাঁওয়ের মাদার তেরেসা হোমে উপস্থিত হয়ে পোপ ফ্রান্সিস সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় কাজ করা কয়েকজন খ্রিস্টান পুরোহিত বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণে তাদের কার্যক্রম পোপের সামনে তুলে ধরেন। পোপ ফ্রান্সিস তার বক্তব্যে, নিজেদের সব ধরনের বিভেদ থেকে দূরে থাকার আহ্বান জানান।

সবাইকে পরচর্চা বা নিন্দা করা থেকে বিরত থাকারও আহ্বান জানান রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ এই ধর্মগুরু। আর্তমানবতা ও পীড়িতদের কল্যাণে তিনি প্রার্থনা করবেন এবং সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান পোপ।

পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার তিনদিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছান। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছেন।

বাংলাদেশে পোপ ফ্রান্সিসের এই সফর ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান ও প্রধান ধর্মগুরুর দ্বিতীয় সফর। ৩১ বছর আগে ১৯৮৬ সালের ১৯ নভেম্বর ভ্যাটিকানের পোপ জন পল দ্বিতীয় সরকারি সফরে বাংলাদেশে আসেন। আজ বিকেল ৫টায় তিনি পোপ ঢাকা ত্যাগ করবেন।

(জাস্ট নিউজ/ওটি/১৫১৫ঘ.)