ইংরেজি ২য় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ

ইংরেজি ২য় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ

ঢাকা, ৭ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : চলমান এসএসসি পরীক্ষায় আজও প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যাচ্ছে। সকালে ইংরেজি ২য় পত্র পরীক্ষা শুরুর আগে সরেজমিনে রাজধানীর কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের জটলা।

তারা মোবাইল ফোনে ‘ফাঁস হওয়া’ প্রশ্নপত্র দেখছে। এ রকম একটি চিত্র আমাদের প্রতিবেদকের ক্যামেরায় ধরা পড়ে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বাইরে মসজিদ সংলগ্ন এলাকায়। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে মসজিদের ভেতরের দিকে পরীক্ষার্থীরা ও অভিভাবকদের জটলা দেখা যায়। বই থেকে উত্তর দেখে নিচ্ছিল অনেক পরীক্ষার্থী।

এভাবে বার বার এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। এমন একজন অভিভাবক মো. বাদশা মিয়া বলেন, এটা অত্যন্ত উদ্বেগজনক। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেও এভাবে ফাঁস হওয়া প্রশ্ন দেখে নিচ্ছে পরীক্ষার্থীরা। এটা বন্ধ করতে পারা উচিত।

প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে আন্তবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, এ ধরণের অভিযোগ আমিও শুনছি। ফাঁস হওয়া প্রশ্ন এখনও আমাদের হাতে আসেনি। এটা সংগ্রহের চেষ্টা করছি। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা যাচাই করতে পারছি না।

এ ধরণের অভিযোগ পেলে শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। মানবজমিন

(জাস্ট নিউজ/ওটি/১১০৯ঘ.)