জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ

ঢাকা, ৮ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে আজ বৃহস্পতিবার।

দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত। গত ২৫ জানুয়ারি ওই মামলার শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন আদালত ।

বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার বিষয়টি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

বিএনপির অভিযোগ ওই রায়কে কেন্দ্র করে সারা দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে রাজধানীসহ সারা দেশে ৪৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি সদস্য টহল শুরু করেন।

(জাস্ট নিউজ/ওটি/০৯৪৩ঘ.)