যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজার, ১০ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনতে ও বাস্তব পরিস্থিতি দেখতে শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প পরিদর্শন করেন।

বরিস জনসন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন এবং ক্যাম্পের ইউএনএইচসিআর ও আইওএমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন।

শনিবার সোয়া ১২টায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বিকালে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

(জাস্ট নিউজ/ওটি/১৭২৮ঘ.)