জাহানারা ইমামের পাশে চিরনিদ্রায় প্রিয়ভাষিণী

জাহানারা ইমামের পাশে চিরনিদ্রায় প্রিয়ভাষিণী

ঢাকা, ৮ মার্চ (জাস্ট নিউজ) : মিরপুর বুদ্ধিজীবী করবস্থানে মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে সমাহিত করা হয়েছে শহীদ জননী জাহানারা ইমামের পাশে।

বৃহষ্পতিবার বিকেল ৪টায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে প্রিয়ভাষিণীর মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে।

গত পরশু ৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ফুসফুস ও কিডনির সমস্যা এবং হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ৭০ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। সরকার ২০১৬ সালের ১১ই আগস্ট তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়।

(জাস্ট নিউজ/জেআর/২০৩০ঘ.)