মহেশখালীতে মদের কারখানার সন্ধান, হাজার লিটার মদ জব্দ

মহেশখালীতে মদের কারখানার সন্ধান, হাজার লিটার মদ জব্দ

কক্সবাজার, ৯ মার্চ (জাস্ট নিউজ) : কক্সবাজারের মহেশখালী উপজেলায় মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার কুতুবজোম তাজিয়া কাটা এলাকায় গড়ে তোলা ওই কারখানায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার মদ এবং মদ উৎপাদনের সামগ্রী জব্দ করা হয়েছে।

মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক বিশ্বাস জানান, তাজিয়াকাটার ছেনোয়ারা, বাবুল মিয়া ও নাগু মিয়ার বাড়িতে গোপন কারখানা স্থাপন করে মদ উৎপাদন ও বিক্রি করার বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় মেম্বার শামসুল আলম ও ইউনিয়ন আনসার দলনেতা মো. হোসাইনের সহযোগিতায় অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানে ওই তিন বাড়ির মাটিতে পুঁতে রাখা পাঁচটি কন্টেইনারভর্তি প্রায় ১ হাজার লিটার মদ জব্দ করা হয়। এছাড়া মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণও জব্দ করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান,এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

(জাস্ট নিউজ/জেআর/১৪১০ঘ.)