সাভারে হালুয়া খেয়ে ২ জনের মৃত্যু, লাইফসাপোর্টে ২ জন

সাভারে হালুয়া খেয়ে ২ জনের মৃত্যু, লাইফসাপোর্টে ২ জন

ঢাকা, ১৫ মার্চ (জাস্ট নিউজ) : সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে বানানো হালুয়া খেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়েছে। তাদেরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার রপ্তানী এলাকার হাসেম প্লাজার পিছনের একটি বাড়িতে এঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, হাসেম প্লাজার পিছনে একটি বাড়িতে জিল্লু, মোতালেব, শামিম ও ফরিদ উদ্দিন বসবাস করছিলেন। রাতে তারা নিজের তৈরি হালুয়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে ভর্তি করার পরে জিল্লু ও মোতালেব মারা যায়। এছাড়া শামিম ও ফরিদ উদ্দিন বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছে। পরে নিহত দুই জনের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়। চার জন আশুলিয়ার বিভিন্ন স্থানে পোশাক কারখানায় কাজ করতো বলে জানা গেছে।

এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, হালুয়া বিষাক্ত থাকার কারণে মনে হয় মৃত্যু হয়েছে। নিহত ও আহতের বাড়ি টাঙ্গাইল ও পটুয়াখালি জেলায় বলে জানা গেছে।

(জাস্ট নিউজ/এমআই/১০২০ঘ.)