কোনো দল যা ইচ্ছা তা করতে পারে না: ড. কামাল

কোনো দল যা ইচ্ছা তা করতে পারে না: ড. কামাল

জয়পুরহাট, ৩০ মার্চ (জাস্ট নিউজ) : ’৭২ সালের সংবিধানকে অবমাননা করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি, স্বাধীন দেশের চিফ জাস্টিসকে অপমান করার অর্থ রাষ্ট্রকে অপমান করা, আপনাকে-আমাকে অপমান করা বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের দেশ। এখানে কোনো দল যা ইচ্ছা তাই করতে পারবে না। এমনকি ৩শ’টি আসনে জয়লাভ করলেও যা ইচ্ছা তা করার ক্ষমতা কোনো দলের নেই।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। তিনি বলেন বলেন, প্রধান বিচারপতিকে অপসারণের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

জেলা বারের সভাপতি রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন জেলা বারের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সিনিয়র আইনজীবী ও সাবেক এমপি অ্যাড. এইএম খলিলুর রহমান। পরে গণফোরাম আয়োজিত এক জনসভায় ভাষণ দেন ড. কামাল হোসেন ও বঙ্গবীর কাদের সিদ্দিকী।

(জাস্ট নিউজ/একে/০০৩৮ঘ.)