তিতুমীর কলেজছাত্র রাজীবকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিতুমীর কলেজছাত্র রাজীবকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ঢাকা, ৪ এপ্রিল (জাস্ট নিউজ) : রাজধানীতে দুই বাসের চাপায় হাত দ্বিখণ্ডিত হওয়ার ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে বি আরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে রাজীবের সব চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে আদেশ দেন।

গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে দুর্ঘটনার শিকার হন ২২ বছরের রাজীব।

ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসের সঙ্গে ধাক্কা লাগে স্বজন পরিবহনে থাকা রাজীবের। এতে তার ডান কনুই ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

(জাস্ট নিউজ/এমআই/১২৪১ঘ.)