‘নকলের সুযোগ না পেয়ে’ ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

‘নকলের সুযোগ না পেয়ে’ ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

চাঁদপুর, ৭ এপ্রিল (জাস্ট নিউজ) : চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা নকলের সুযোগ না পেয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার বেলা ১টার দিকে ফরক্কাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

চলমান এইচএসসি পরীক্ষায় শনিবার ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ফরক্কাবাদ ডিগ্রি কলেজের পাশের ফরক্কাবাদ উচ্চবিদ্যালয় ছিল ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র। ওই কেন্দ্রে দায়িত্ব পালন করেন ম্যাজিস্ট্রেট ও চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস।

তিনি গণমাধ্যমকে জানান, পরীক্ষা শুরুর পর থেকে বেলা ১টা পর্যন্ত ওই কেন্দ্রে ছিলেন তিনি। এ কারণে পরীক্ষার্থীরা নকল করার সুযোগ পায়নি। এতে পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষ হওয়ার পরপরই হল থেকে বের হয়ে তাকে বহনকারী সরকারি জিপ গাড়িটি ভাঙচুর করে। এ সময় দায়িত্বরত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, কেন্দ্রের সামনে উত্তেজিত শিক্ষার্থীরা এ ঘটনা ঘটালেও সেখানে কর্তব্যরত একজন পুলিশ সদস্যের পক্ষে কিছু করার ছিল না।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আহমেদের দাবি, শিক্ষার্থীরা নয়, অভিভাবকেরা ভাঙচুর চালিয়েছেন।

তিনি বলেন, আমার কলেজের সাড়ে তিনশ পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু কর্তব্যরত ম্যাজিস্ট্রেট কেন্দ্রে সার্বক্ষণিক উপস্থিত থাকায় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেনি। এ কারণে হয়তো অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে এই গাড়ি ভাঙচুর করে। তবে আমরা গাড়িটি মেরামত করে দেব।

(জাস্ট নিউজ/এমআই/২১১০ঘ.)