ইউএস-বাংলা বিমান বিধ্বস্ত

পাইলট ও কন্ট্রোল রুমের মধ্যে সঠিক যোগাযোগ ছিল না: তদন্ত কমিশন

পাইলট ও কন্ট্রোল রুমের মধ্যে সঠিক যোগাযোগ ছিল না: তদন্ত কমিশন


ঢাকা, ১২ এপ্রিল (জাস্ট নিউজ) : নেপালে ইউএস-বাংলা বিমানের অবতরণের আগে পাইলট ও কন্ট্রোল রুমের মধ্যে সঠিক যোগাযোগ ছিল না বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে দেশটির তদন্ত কমিশন।

বুধবার তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। ফ্লাইটটিতে ৩৬ বাংলাদেশি আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ নিহত ও ১০ জন আহত হন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নেপাল সরকারের গঠিত ৬ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সঙ্গে কাজ করছে।

(জাস্ট নিউজ/একে/০০০৭ঘ.)