‘চলতি মাসে কোটা সংস্কারের প্রজ্ঞাপন না হলে ছাত্ররা ঘরে বসে থাকবে না’

‘চলতি মাসে কোটা সংস্কারের প্রজ্ঞাপন না হলে ছাত্ররা ঘরে বসে থাকবে না’

ঢাকা, ২৬ এপ্রিল (জাস্ট নিউজ) : চলতি মাসের মধ্যে কোটা সংস্কারের গেজেট প্রকাশ না হলে ছাত্ররা ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন চলতি মাসের মধ্যেই সেটার গেজেট প্রকাশ হবে বলে আমাদের প্রত্যাশা। আর এ মাসের মধ্যে যদি গেজেট প্রকাশ না হয় তাহলে ছাত্ররা ঘরে বসে থাকবে না।

তারা বলেন, ভিসি স্যারের বাসায় হামলার ঘটনায় অজ্ঞাতদের নামে যে মামলা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। আমরা চাই যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের বিচার করা হোক।

(জাস্ট নিউজ/এমআই/১২৩৭ঘ.)