গাজীপুরে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ শ্রমিক দগ্ধ

গাজীপুরে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,  ১১ শ্রমিক দগ্ধ

গাজীপুর, ১২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানায় কর্মরত ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছোট ওই কারখানায় বিভিন্ন ধরনের কসমেটিকস তৈরি করা হয়। কারখানায় প্রতিদিনের মতো ৩৫ জন কাজ করছিলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে কারখানার ভেতরে আগুন ধরে যায়। শ্রমিকরা দৌড়ে কারখানার বাইরে গেলেও কয়েকজন শ্রমিক কারখানায় আটকা পড়ে দগ্ধ হন। এ পর্যন্ত ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য নাজমা বেগম জানিয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। যানজটের কারণে সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

(জাস্ট নিউজ/একে/১৯২০ঘ.)