পতাকার বদলে চাটাই মুড়িয়ে মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার, নিন্দার ঝড়

পতাকার বদলে চাটাই মুড়িয়ে মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার, নিন্দার ঝড়

পাবনা, ২১ মে (জাস্ট নিউজ) : পাবনার বেড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১৮ মে রাতে মারা যান। একাত্তরের রণাঙ্গণে দাপিয়ে বেড়ানো জাতির এই বীর সন্তানের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে সহযোদ্ধাসহ পাবনায়। কিন্তু তার শেষ শ্রদ্ধার দৃশ্য দেখে যেন আরো বেশি ক্ষোভ ও দুঃখে মুষড়ে পড়েন জানাজায় উপস্থিত মুসল্লিরা। কারণ সেই মুক্তিয্দ্ধোর ভাগ্যে গার্ড অব অনার দেওয়ার সময় জাতীয় পতাকাও জুটে নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় নিন্দার ঝড় ওঠে। ফেসবুকে চাটাই মুড়ি দেওয়া অবস্থায় গার্ড অব অনারের ছবি ছড়িয়ে পড়ে। এর পর থেকেই সমালোচনা চলতে থাকে।

জীবন বাজি রেখে সেদিন যে বীর যোদ্ধা হানাদার বাহিনীর কাছ থেকে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন, বিদায় বেলায় সেই লাল সবুজ পতাকার সম্মান জোটেনি তার ভাগ্যে। পতাকার বদলে চাটাই মুড়িয়ে গার্ড অব অনার দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকারকে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ মে রাতে তাহেজ উদ্দিন সরকার মারা গেলেন। তাকে দাফনের উদ্যোগ নেওয়া হয় ১৯ মে। নিয়ম অনুযায়ী একজন মুক্তিযোদ্ধাকে শেষ বিদায়ে গার্ড অব অনার জানানো হয় তার কফিনের উপর জাতীয় পতাকা মুড়িয়ে দিয়ে। কিন্তু এটাই সত্য যে এই মুক্তিযোদ্ধাকে পতাকার বদলে চাটাই মুড়ি দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ নিয়ে মুক্তিযোদ্ধার পরিবার, সহযোদ্ধা, এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

মোহাম্মদ জুয়েল রানা নামের একজন ফেসবুকে আক্ষেপ করে লিখেছেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে বেড়া থানা, উপজেলা প্রশাসনের কাছে কী একটা জাতীয় পতাকাও ছিলো না? বিষয়টি নিয়ে তদন্তের দাবি করছি। ক্ষমাহীন আচরণের বিচার চাই। যাতে অদূর ভবিষ্যতে কেউ আর এই ধরনের সাহস করার মানুষিক শক্তিই না পায়।

এ ব্যাপারে শোক কাতর পরিবারের সদস্যরা এই মুহুর্তে এমন একটি স্পর্শকাতর বিষেয় নিয়ে কথা বলতে রাজি হননি।

(জাস্ট নিউজ/একে/২৩২৭ঘ.)