বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

 

ঢাকা, ১৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের দুই দিন আগে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে জাতীর মেধাবী সন্তানদের হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতাকামী বাঙালি জাতি যেন মেধায়-মননে মাথা তুলে যেন দাঁড়াতে না পারে, সেজন্য তারা বুদ্ধিজীবীদের হত্যায় মেতে উঠে।

আজ সেই দিন। শহীদ বুদ্ধিজীবী দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ তাদের স্মরণ করছে। তারা ফুল দিয়ে স্মরণ করছেন জাতীর শ্রেষ্ঠ সন্তানদের।

বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সকাল সাড়ে ৭টা থেকে মিরপুর এলাকায় জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। সকাল ৮টার দিকে মূল বেদি থেকে মানুষের লাইন মিরপুর মাজার রোডের প্রধান সড়ক ও আশপাশের সড়কে গিয়ে পৌঁছায়।

(জাস্ট নিউজ/ওটি//১৪৫৯ঘ.)