ইতিহাসের এ দিনে : ২৯ মে

ইতিহাসের এ দিনে : ২৯ মে

১৩২৮ সালের এ দিনে ফিলিপ-৫ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেন।
১৪৫৩ সালের এ দিনে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ ফতেহ পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত কন্সটান্টিনোপল বন্দর জয় করেন।
১৭২৭ সালের এ দিনে পিটার-২ রাশিয়ার জার হন।
১৯৩৭ সালের এ দিনে স্পেনে গৃহযুদ্ধ চলার সময় রিপাবলিকানদের জঙ্গী বিমান জার্মানীর একটি জাহাজে আঘাত হানে।
১৯৫৩ সালের এ দিনে তেনজিং নোরকে ও এডমন্ড হিলারি সর্বপ্রথম পৃথিবীল সর্বোচ্চ গিরিশৃঙ্গ এভারেস্টে পদার্পণ করেন।
১৯৫৪ সালের এ দিনে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক এ.কে. ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রীসভা বাতিল ঘোষণা করা হয়।
১৯৫৯ সালের এ দিনে শার্ল দ্য গল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন।
১৯৬৩ সালের এ দিনে ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৫৩ সালের এ দিনেতেনজিং নরগেএবং এডমুন্ড হিলারী যুক্তভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দু জনের মধ্যে তেনজিং নরগে আগে শৃঙ্গে উঠেছিলেন।
১৯৬৮ সালের এ দিনেম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে।
১৯৯০ সালের এ দিনেবোরিস ইয়েলৎসিন রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯০ সালের এ দিনেকর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৯৬ সালের এ দিনে কায়রোতে ৭টি আরব দেশের পরিবেশ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সালের এ দিনে তিন বছর পর নাইজেরিয়াকে কমনওয়েলথের সদস্যপদ ফেরত দেয়া হয়।
২০০৪ সালের এ দিনে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেড় হাজার কিলোমিটার পাল্লার ঘোরি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎপেন করা হয়।
১৬৩০ সালের এ দিনে রাজা দ্বিতীয় চার্লস জন্মগ্রহণ করেন।
১৮৬৩ সালের এ দিনেআর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
১৮৬৫ সালের এ দিনে শিক্ষাবিদ ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯০৮ সালের এ দিনে ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এ দিনে মর্কিন রাষ্ট্রপতি জন.এফ.কেনেডির জন্ম।
১৩০৩ সালের এ দিনে ইরানের খ্যাতনামা ভাষাবিদ ও চিকিৎসক আলী আকবর খান নাফিসি তেহরানে পরলোক গমণ করেন।
১৩০৭ সালের এ দিনেভারতের খ্যাতনামা মুসলিম চিন্তাবিদ সাইয়্যেদ মোহাম্মদ ইব্রাহীম পরলোক গমন করেন।
১৩০৯ সালের এ দিনে খ্যাতনামা সাহিত্যিক, কবি ও চিন্তাবিদ সাইয়্যেদ আহমাদ পেশোয়ারী তেহরানে পরলোক গমন করেন।
১৯৭৭ সালের এ দিনেভাষাবিজ্ঞানী সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরলোকগমন করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১২ঘ.)