খুলনায় অনিয়মের কারণে বন্ধ হওয়া কেন্দ্রে আবারও জাল ভোট!

খুলনায় অনিয়মের কারণে বন্ধ হওয়া কেন্দ্রে আবারও জাল ভোট!

ঢাকা, ৩০ মে (জাস্ট নিউজ) : খুলনা সিটি নির্বাচনের পুনঃভোটগ্রহণে জাল ভোট দিতে এসে তিনজন আটক হয়েছে।

বুধবার দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর সরকারি মাধ্যমিক স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছেন-টুম্পা সরদার (১৭), আফরোজা বেগম (১৮) ও সুজন (২২)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগম আটককৃতদের এই জরিমানা প্রদান করেন।

এর আগে সকাল ৮টা থেকে স্থগিত খুলনার ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিন কেন্দ্রের পুনঃভোটগ্রহণ শুরু হয়। তবে বুথ দখল, জাল ভোট ও হামলার আশঙ্কায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

১৫ মে অয়িমের অভিযোগে এই তিন কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করা হয়।

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, প্রতিটি কেন্দ্রেই ২২ জন অস্ত্রধারী পুলিশের পাশাপাশি তিনজন অস্ত্রধারীসহ ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া রয়েছে র‌্যাবের চারটি মোবাইল টিম, পুলিশের তিনটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স, এক প্লাটুন বিজিবি এবং তিন কেন্দ্রে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

(জাস্ট নিউজ/এমআই/১৩০৯ঘ.)