বেতন-ভাতার দাবিতে রামপুরায় শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন-ভাতার দাবিতে রামপুরায় শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা, ৩১ মে (জাস্ট নিউজ) : বকেয়া বেতন-ভাতার দাবিতে রামপুরায় সড়ক অবরোধ করেছে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শ্রমিকরা গার্মেন্টসের সামনের সড়ক অবরোধ করে।

শ্রমিকরা জানান, আজ তাদের বকেয়া বেতন ও ভাতা দেয়ার কথা ছিলো। কিন্তু তা দেয়া হয়নি। প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। এদিকে অবরোধের কারণে একদিকে মালিবাগ ও অন্যদিকে উত্তর বাড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রামপুরা থানার ডিউটি অফিসার এসআই মুকুল মিয়া বলেন, শ্রমিকরা রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

(জাস্ট নিউজ/এমআই/১৫২৬ঘ.)