পুলিশের হাতে আটকের পর ‘আতঙ্কে’ মাদকসেবীর মৃত্যু!

পুলিশের হাতে আটকের পর ‘আতঙ্কে’ মাদকসেবীর মৃত্যু!

পঞ্চগড়, ৩ জুন (জাস্ট নিউজ) : পঞ্চগড়ে পুলিশের বিশেষ শাখা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক হওয়ার পর আতঙ্কে কাজল শেখ মাজু (৪২) নামে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১২টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মাদকসেবীর মৃত্যু হয়। কাজল শেখ মাজুর বাড়ি পঞ্চগড় জেলা শহরের নিউ মার্কেট এলাকায়। সে ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টায় কাজল শেখ মাজুকে এক পুড়িয়া গাঁজাসহ জেলা শহরের বানিয়াপট্টি এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার প্রস্তুতি নেয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন মাজু। পরে পুলিশ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে নেয়ার ১০ মিনিট পরেই চিকিৎসাধীন অবস্থায় মাজুর মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই মাদকসেবীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান।

পুলিশ জানায়, কাজল শেখ মাজু দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিলেন।

জাস্ট নিউজ/এমআই/০৯২১ঘ.)