বেনাপোল বন্দরে আগুন লেগে পণ্য বোঝাই ২০টি ট্রাক পুড়ে ছাই

বেনাপোল বন্দরে আগুন লেগে পণ্য বোঝাই ২০টি ট্রাক পুড়ে ছাই

যশোর, ৩ জুন (জাস্ট নিউজ) : আবারো স্থল বন্দরের ভারভীয় ট্রাক টার্মিনালে আগুন লেগে কয়েকশত আমানিকৃত পণ্য পুড়ে ছাই হলো।

রবিবার ভোর পৌনে ৪টার দিকে আমদানিকৃত পণ্যের গাড়িতে আগুন লাগে। এসময় গাড়িতে থাকা তুলা, সুতা, পেপার, এবং কম্পিলিট মোটর সাইকেলের কয়েকটি গাড়ির কার্টন পুড়ে ভস্মিভুত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বেনাপোল ও ঝিকরগাছার দুটি ফায়ারসার্ভিস কাজ করে। বেনাপোল স্থল বন্দরের ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে কোন ভুমিকা দেখা যায়নি। ফায়ার সার্ভিস; বেনাপোল পোর্ট থানা পুলিশ ও স্থানীয় লোকের সহযোগিতায় আগুন ভোর সাড়ে ৫টার সময় নিয়ন্ত্রণে আসে।

এসময় বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম, ডিডি রেজাউল ইসলাম ও শার্শা থানা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে এ ব্যাপারে বন্দর পরিচালক মন্তব করতে অপারগতা প্রকাশ করে।

স্থানীয় একটি সূত্র জানায়, বন্দর কর্মকর্তাদের সহযোগিতায় হয়ত কিছু পণ্য চুরি হয়েছে যার ফলে আমদানি কারককে বুঝ দিতে পারবে না এ আশঙ্কায় আগুন ধরিয়ে দেয়। এর আগে ও এধরনের দুর্ঘটনার শিকার হয়েছে বেনাপোল বন্দরে। কিন্তু অপরাধীরা বার বার সঠিক তদন্তের অভাবে পার পেয়ে যায়।

জাস্ট নিউজ/এমআই/০৯৩০ঘ.)