হলি আর্টিজান মামলার চার্জশিট ১ মাসের মধ্যে: ডিএমপি

হলি আর্টিজান মামলার চার্জশিট ১ মাসের মধ্যে: ডিএমপি

ঢাকা, ১২ জুন (জাস্ট নিউজ) : রাজধানী গুলশানের হলি আর্টজানে জঙ্গি হামলার মামলার চার্জশিট আগামী ১ মাসের মধ্যে দেয়া হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, তাড়াহুড়ো করে একটা জিনিসকে নষ্ট করার চাইতে একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় অকাট্য যুক্তি সহকারে হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে। আর সেটা মাস খানিকের মধ্যেই দেয়া হবে। অপরাধীদের শাস্তি হবে মানুষ এটাই চায়।

এ মামলার তদন্তকালে কোথাও বাধাগ্রস্ত হতে হয়নি। সবার সাহায্য সহযোগিতা পাওয়া গেছে বলেও জানান তিনি।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জনকে হত্যা করে, যাদের মধ্যে ১৭ জন ছিলেন বিদেশি নাগরিক। বাকি তিনজন ছিলেন বাংলাদেশি।

এছাড়া সন্ত্রাসীদের হামলায় দুইজন পুলিশ সদস্যও প্রাণ হারান।

(জাস্ট নিউজ/এমআই/১৫৪০ঘ.)