আশুলিয়ায় ফেসবুকে ছবি দেখে চোর আটক

আশুলিয়ায় ফেসবুকে ছবি দেখে চোর আটক

ঢাকা, ২১ জুন (জাস্ট নিউজ) : আশুলিয়ায় ফেসবুকের মাধ্যমে দুই মোটরসাইকেল চোরকে ধরল আশুলিয়া থানার এসআই মনিরুজ্জামান।

এসআই মনিরুজ্জামান জানান, আশুলিয়া নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ঈদের দিন ইয়াসিন নামের এক ব্যবসায়ীর একটি পালসার মোটরসাইকেল তালা ভেঙে চুরি করে নেয় একটি চক্র। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি জিডি করেন ইয়াসিন। জিডির তদন্তের ভার দেয়া হয় অফিসার মনিরুজ্জামানের ওপর। মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে মার্কেটের সিসি ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলো চেক করলে চুরির দৃশ্য ধরা পড়ে। চুরির দৃশ্য ফেসবুকে দিয়ে চোরের সন্ধান চান এসআই মনিরুজ্জামান। ২০ জুন রাতে নরসিংহপুর বাসস্ট্যান্ডে জামাল নামের একজনকে ফেসবুকে দেয়া ছবির সঙ্গে মিল দেখে অটোর লাইনম্যান আনোয়ার হোসেন জামালকে আটকিয়ে পুলিশকে খবর দেন।

এ সময় আশুলিয়া থানার এসআই মনিরুজ্জামান জামালকে আটক করেন। জামালের দেয়া তথ্যানুযায়ী বুধবার সকালে ময়মনসিংহের ভালুকা থেকে খোকন নামের একজনকে চুরি যাওয়া পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়।

(জাস্ট নিউজ/এমআই/১০৩৭ঘ.)