২ মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ ৫ জুলাই

২ মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ ৫ জুলাই

ঢাকা, ২১ জুন (জাস্ট নিউজ) : জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির মানহানির অভিযোগের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি শেষ হয়েছে। তবে পৃথক দুই আদালতের বিচারক জামিন-সংক্রান্ত আদেশ না দিয়ে আগামী ৫ জুলাই দিন নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে পৃথক দুই মহানগর হাকিমের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৪ জুন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলমের আদালতে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন ও ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব সবুজের আদালতে যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির মানহানির অভিযোগের মামলায়। পরে বিচারক আজ জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়।

বেগম খালেদা জিয়ার জামিন শুনানির সময় এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদিন, মাসুদ আহমেদ তালুকদার, হান্নান ভূইয়াসহ একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

হান্নান ভূইয়া জানান, আজ জামিন শুনানি শেষে দুই বিচারক আগামী ৫ জুলাই জামিন হবে কি না, সে বিষয়ে আদেশ দেবেন বলে তারিখ নির্ধারণ করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান। পরে বেগম খালেদা জিয়া উচ্চ আদালতে জামিন পেলেও আরো মামলায় গ্রেপ্তার থাকায় কারাবন্দি রয়েছেন।

(জাস্ট নিউজ/এমআই/১৩৫০ঘ.)