সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৪

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৪

সাতক্ষীরা, ২৫ জুন (জাস্ট নিউজ) : সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৮ জন। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা বৈকারি, চৌবাড়িয়া ও শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামে এ ঘটনটি ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বৈকারি গ্রামের আব্দুস সালামে ছেলে সাজু হোসেন (২৮), চৌবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আবুল খায়ের (২৫) ও শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামের শ্রীকান্ত দাশের স্ত্রী জোৎসা দাশ (৩৫) ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাহতুননেছা (৩২)। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গুমনতলী মৎস্য সেটে দুপুরে নারী শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। এ সময় আহত হন আরো ছয়জন। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, দুপুরে ৩/৪ জন কর্মচারী নিয়ে সাজু তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে তিনি তার কর্মচারীদের নিয়ে বাড়িতে আসছিলেন। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে সাজু হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরো দুইজন।

অপরদিকে, সদর উপজেলা চৌবাড়িয়া গ্রামের আবুল খায়ের তার বাড়ির পাশে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০২৯ঘ.)