কাজ চলাকালে কারখানার সিঁড়িতে শ্রমিককে গলা কেটে হত্যা

কাজ চলাকালে কারখানার সিঁড়িতে শ্রমিককে গলা কেটে হত্যা

ঢাকা, ২৮ জুন (জাস্ট নিউজ) : গাজীপুরে কাজ চলাকালে কারখানার সিঁড়িতে মিতু (২৫) নামে এক নারী শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতে সিটি কর্পোরেশনের কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিতুকে স্থানীয় ডেল্টা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানা শ্রমিক। তিনি কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকার আনিসুল হকের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন। মিতুর বাড়ি বরিশাল জেলায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই মাস আগে মিতু আক্তারকে তার স্বামী তালাক দেন। এর পর থেকে ওই ভাড়া বাড়ি থেকে মিতু কোয়ালিটিতে শ্রমিক পদে চাকরিতে যোগ দেন।

শ্রমিকরা জানান, কারখানায় কাজ চলাকালে ওই নারী শ্রমিককে সিঁড়িতে কে বা কারা গলা কেটে ফেলে রেখে চলে যায় সেটি কেউ বুঝতে পারেনি। পরে বিষয়টি টের পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানির গাড়িতে তুলে কোনাবাড়ী শরীফ মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতু আক্তারকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোনাবাড়ী ফাঁড়ি পুলিশ ওই হাসপাতাল থেকে মিতুর কয়েক সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচাজ এসআই মোবারক হোসেন জানান, জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১০১০ঘ.)