সুষ্ঠু নয়, আইনানুগ নির্বাচনের জন্যই আমরা কাজ করি: নির্বাচন কমিশনার

সুষ্ঠু নয়, আইনানুগ নির্বাচনের জন্যই আমরা কাজ করি: নির্বাচন কমিশনার

ঢাকা, ১ জুলাই (জাস্ট নিউজ) : নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘যেহেতু সুষ্ঠুর কোনো ডেফিনেশন নাই, কিন্তু আইনটা কিন্তু নির্ধারিত, ওটার ডেফিনেশন আছে। ওটার ব্যাখ্যা আছে, ওটার ইন্টারপ্রিটেশন আছে। এজন্য আমরা যখন কাজ করি তখন আইনানুগ নির্বাচনের জন্যই সমস্ত কার্যক্রম করি। আইনানুগ নির্বাচন হলে পরে আমরা ধরে নেই এটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত হবে।’

রবিবার নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

গাজীপুর সিটি ও খুলনা সিটি নির্বাচন কেমন হয়েছে তা নিয়ে দেশিয় বিভিন্ন সংস্থার পাশাপাশি আনুষ্ঠানিক মন্তব্য ছিল বর্হিবিশ্বেরও। নির্বাচন নিয়ে এসব মন্তব্যের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন আইন মেনে হয়েছে কি না সেটাই কমিশনের কাছে মূল বিবেচ্য।’

গাজীপুর সিটি নির্বাচন নিয়ন্ত্রণ করার যেসব অভিযোগ যুক্তরাষ্ট্রের রাষ্ট্র মার্শা বার্নিকাট করেছেন তা খতিয়ে দেখতে তথ্য প্রমাণ চেয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, ‘উনি (বার্নিকাট) দয়া করে আমাদের যদি তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করেন, তাহলে আমরা সেটা খতিয়ে দেখব। কিন্তু কেউ যদি বলে এটা আইনানুগ হলে অবাধ হয়নি, আমার কাছে কিন্তু অবাধের ডেফিনেশনটা দরকার।’

গাজীপুর সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে যেসব কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে নির্বাচন কমিশন বলছে, আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে সেই আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

(জাস্ট নিউজ/একে/২২২৪ঘ.)