রংপুরে শিক্ষার্থীদের মাথায় ধসে পড়ল স্কুলের ছাদ

রংপুরে শিক্ষার্থীদের মাথায় ধসে পড়ল স্কুলের ছাদ

রংপুর, ৯ জুলাই (জাস্ট নিউজ) : রংপুরে মরিয়ম নেছা উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের একাংশ ধসে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দু'জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুরাতন ও ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ভবনটিতে ক্লাস-পরীক্ষা চালানো হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মুন্সীপাড়ার মরিয়মননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চার কক্ষের ওই ভবনটিতে নবম শ্রেণির অর্ধবার্ষিক শারীরিক শিক্ষা পরীক্ষা চলছিল। হঠাৎ একটি কক্ষের ছাদ ধসে পড়ে। এ সময় মাথার ওপর ছাদের অংশ পড়ে গুরুতর আহত হয় দুই শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস-পরীক্ষা নেয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

অভিভাবকরা জানান, স্কুলের ম্যাডাম উঠে দাঁড়িয়েছে। বাচ্চারা দাঁড়িয়েছে ওই মুহূর্তে ভবনে ছাদের একাংশ ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ৯০ থেকে ১০০ ফুট পুরাতন রডের ওপর করা হয়েছে। যার ফলে এ দুর্ঘটনা ঘটে।

(জাস্ট নিউজ/একে/২০৪০ঘ.)