কোটা সংস্কার: আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি নরওয়ের সমর্থন

কোটা সংস্কার: আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি নরওয়ের সমর্থন

ঢাকা, ১১ জুলাই (জাস্ট নিউজ) : কোটা সংস্কারের চলমান আন্দোলনে দেশের সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ধারাবাহিকভাবে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নরওয়ে। ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। এতে মৌলিক অধিকার আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে পাশে থাকার কথাও জানিয়েছে নরওয়ে দূতাবাস।

বিবৃতিতে বলা হয়- মত প্রকাশ ও কথা বলার অধিকার বাংলাদেশ ও নরওয়ে উভয় দেশেই সংবিধান দ্বারা সুরক্ষিত এবং নিশ্চিত।

বাংলাদেশি নাগরিকদের সাংবিধানিক অধিকারকে ভুলন্ঠিত করার যে চেষ্টা এবং সেই সব অধিকারগুলোর ওপর ধারাবাহিকভাবে যে সব আক্রমণের ঘটনা ঘটছে তাতে নরওয়ের বাংলাদেশ দূতাবাস গভীরভাবে উদ্বিগ্ন। গোটা বাংলাদেশের মানুষের মত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আছে প্রতিবাদ করার এবং গণতান্ত্রিক অধিকারকে চর্চা করার।

বাংলাদেশের বন্ধু হিসাবে নরওয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছে। যেসব শিক্ষার্থী তাদের প্রতিবাদ জানানোর অধিকার এবং তাদের যেসব বিষয়ে বলার আছে তা প্রকাশ করার অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করছে। তাদের সেই সব অধিকার যা আইনের শাসন দ্বারা সুরক্ষিত রয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলাকে দেশ গঠনের মৌলিক নীতির বিরোধী বলে মন্তব্য করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। এছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণাও দিয়েছে তারা।

সোমবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত কান্ডারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে নৃশংস হামলা দেশ গঠনের মৌলিক নীতির বিরোধী। যারা বাক-স্বাধীনতা, সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদসহ মৌলিক গণতান্ত্রিক অধিকারের চর্চা করে মার্কিন সরকার তাদের পাশে আছে।

ওই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, ‘পিসফুল প্রোটেস্ট বিডি’ অর্থাৎ এতে বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন দেয়া হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১০১০ঘ.)