শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা, ২০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখনো কোন হতাহতের ঘটনা পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী এক সংবাদকর্মী তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আকস্মিকভাবে চলন্ত একটি গাড়িতে বিস্ফোরণের শব্দ হলো। এরপর গাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। প্রাণ বাঁচাতে মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি করে গাড়ির যাত্রীরা জানালা ও দরজা দিয়ে নেমে পড়েন। এর কিছুক্ষণ পর আরও বিকট শব্দে বিস্ফোরণে গোটা গাড়ি ভয়াবহ আগুনে ছেয়ে যায়। পরে গাড়ির যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়-গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

(জাস্ট নিউজ/ওটি/১৪৫৭ঘ.)