ভোট উৎসবের জন্য প্রস্তুত রংপুর

ভোট উৎসবের জন্য প্রস্তুত রংপুর

রংপুর, ২০ ডিসেম্বর ডিসেম্বর (জাস্ট নিউজ) : আর মাত্র একদিন পর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, মোট ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সকালে রংপুর পুলিশ লাইনস মাঠে ভোটের কাজে নিয়োজিত পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ব্যাটালিয়ন আনসার, ভিডিপি সদস্যদের ব্রিফিং করেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। দুপুরে রংপুরের পায়রা চত্বরে ব্রিফিং করেন র‍্যাব-১৩ রংপুরের কমান্ডার আতিকুল্লাহ্‌ আতিক।

এসব ব্রিফিং থেকে জানানো হয়, এবার নির্বাচনের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এরমধ্যে পুলিশ ও আনসার থাকবে সাড়ে পাঁচ হাজার, বাকিরা র‍্যাব ও বিজিবি সদস্য। ঢাকা থেকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব গোলাম ফারুকের নেতৃত্বে ২২ সদস্যের একটি টিম মাঠে থেকে সার্বিক মনিটরিং করবেন।

এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স সহ ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২২ টি দল এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার রাত ১২টা থেকে নগরীর সব এলাকায় ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি, পুলিশ টহল জোরদার করা হয়েছে। আজ রাত ১২টার পর থেকে সিটি এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং কাল রংপুরের সব সরকারি বেসরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম ২০৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৩৩টি। মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। যার মধ্যে পুরুষ হচ্ছে এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে লড়ছেন বিএনপির কাওছার জামান বাবলা, আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, বাসদের আব্দুল কুদ্দুস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা বাবু, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আক্তার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়পার্টি থেকে বহিস্কৃত এইচ এম এরশাদের ছোট ভাইয়ের ছেলে হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ।

নির্বাচনকে ঘিরে রংপুরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার অপেক্ষায় প্রহর গুনছেন।

(জাস্ট নিউজ/ওটি/১৫২১ঘ.)