ইউএস এইড বাংলাদেশের নতুন মিশন প্রধান ডেরিক ব্রাউন

ইউএস এইড বাংলাদেশের নতুন মিশন প্রধান ডেরিক ব্রাউন

ঢাকা, ১৭ জুলাই (জাস্ট নিউজ) : ইউএস এইড বাংলাদেশের নতুন মিশন প্রধান ডেরিক এস ব্রাউন শনিবার (১৪ জুলাই) নতুন দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করতে ঢাকায় এসেছেন। ইউএস এইড বাংলাদেশে যোগদানের আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ইউএস এইড অ্যাঙ্গোলার মিশন প্রধান ছিলেন।

এছাড়া তিনি ইউএস এইড ইন্দোনেশিয়াতে তিন বছর মিশন উপ প্রধান ও এক বছর ভারপ্রাপ্ত মিশন প্রধান হিসেবেও কাজ করেছেন। তার আগে তিনি বোতসোয়ানা, তানজানিয়া, মোজাম্বিক, ঘানা, ডমিনিকান রিপাব্লিক এবং আফগানিস্তানে কর্মরত ছিলেন।

কাউন্সেলর র‍্যাঙ্ক এর একজন জ্যেষ্ঠ পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা হিসেবে ব্রাউন এর রয়েছে ২৮ বছরেরও বেশি উন্নয়ন বিষয়ক কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশে বিদ্যমান উন্নয়ন প্রতিবন্ধকতা সমূহ মোকাবেলায় তিনি প্রস্তুত।

উল্লেখ্য, গত সোমবার (৯ জুলাই) ডেরিক ব্রাউন ইউএস এইড মিশন প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০৪৭ঘ.)