রোহিঙ্গাদের শিক্ষার মানোন্নয়নে উই দ্য ড্রিমার্স ও সান্টিয়াগোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

রোহিঙ্গাদের শিক্ষার মানোন্নয়নে উই দ্য ড্রিমার্স ও সান্টিয়াগোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২০ জুলাই (জাস্ট নিউজ) : মিয়ানমারে জাতিগত নিধনের শিকার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করতে স্বেচ্ছাসেবী সংগঠন উই দ্য ড্রিমার্স ও ইতালিয়ান স্বেচ্ছাসেবী সংগঠন সাটিয়াগো’র মধ্যে এক সমঝোতা চুক্ষি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চ্যানেল২৪ এর অডিটরিয়ামে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। চুক্তিতে স্বাক্ষর করেন, উই দ্য ড্রিমার্সের চীফ কো-অর্ডিনেটর কুতুব তারিক এবং ইতালিয়ান সংগঠন community di sant.egidio এর জেনারেল সেক্রেটারি Alberto Quattrucci.

চুক্তি অনুযায়ী তারা বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে। এর আগে উই দ্য ড্রিমার্স রোহিঙ্গা শরণার্থী শিবিরে স্বাস্থ্য সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এখন থেকে সংগঠনটি রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চ্যানেল২৪ এর সিইও উই দ্য ড্রিমার্সের এডভাইজার মেজর জেনারেল জীবন কানাই দাস। বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক ড. হাসান আলী, শামীম ইব্রাহিম খলিল, রাজু আহমেদ, শিহাব উদ্দিন, এম এ আমান প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/২১০০ঘ.)