রংপুর সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রংপুর সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে  গণনা

রংপুর, ২১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এই সিটির ১৯৩টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে। আজ রাতেই জানা যেতে পারে ফলাফল।

ভোট শুরুর পর বড় দলগুলোর মেয়র পদপ্রার্থীরা নির্বাচন নিয়ে কোনো অভিযোগ না থাকলেও বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ভোটারদের ভয়ভীতি দেখানো এবং ভোটকেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন। যদিও এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এবারই প্রথম এ সিটিতে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এ নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ২৪ নম্বর ওয়ার্ডের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রোকেয়া কলেজ কেন্দ্র পরীক্ষামূলক ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)। এখানে ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। মোট ভোট কেন্দ্র ১৯৩টি, ভোটকক্ষ ১১৭৮টি।

(জাস্ট নিউজ/একে/১৮৪৫ঘ.)