শাহজালালে বিমান ওঠা-নামা শুরু

শাহজালালে বিমান ওঠা-নামা শুরু

ঢাকা, ২৪ জুলাই (জাস্ট নিউজ) : দুর্ঘটনাকবলিত থাই এয়ারওয়েজের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে সরানো হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ৪টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। বিমানবন্দরের উপ-পরিচালক বেনী মাধব বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে যায়।

তাৎক্ষণিকভাবে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়ার পর রানওয়ে সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। এতে বিমান ওঠা-নামা বন্ধ হয়ে যায়।

বিমানবন্দরের উপ-পরিচালক বেনী মাধব বিশ্বাস গণমাধ্যমকে বলেন, টিজি ৩২১ ফ্লাইটটি মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় ডান দিকের চাকা ফেটে যায়। বিমানটি রানওয়তে পড়ে থাকায় ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ করা হয়।

তিনি আরো বলেন, বেলা আড়াইটার দিকে রানওয়ে থেকে দুর্ঘটনাকবলিত বিমানটি সরানো হয়। এরপর বেলা পৌনে তিনটার দিকে রানওয়ে খুলে দেয়া হয়।

(জাস্ট নিউজ/এমআই/১৬২২ঘ.)