ঝিগাতলায় শিক্ষার্থীদের ওপর আ.লীগের হামলা, গুলি (ভিডিও)

ঝিগাতলায় শিক্ষার্থীদের ওপর আ.লীগের হামলা,  গুলি (ভিডিও)

ঢাকা, ৪ আগস্ট (জাস্ট নিউজ) : রাজধানীর ঝিগাতলায় আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের ওপর তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে এবং তাদের মাথায় হেলমেট ছিল।

শনিবার দুপুরে আন্দোলনকারীদের মারধরের অভিযোগে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রথমে ধানমন্ডি-৩ নম্বরের দিকে এগুতে থাকে। শিক্ষার্থীদের নিবৃত্ত করার জন্য ধানমণ্ডি কার্যালয়ে থাকা নেতাকর্মীরা ধাওয়া দেয়। ওই সময় শিক্ষার্থীরা পিছিয়ে এসে সীমান্ত স্কয়ার এলাকায় অবস্থান নেয়।

শিক্ষার্থীদের ওপর হামলার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।

এরপর শিক্ষার্থীরা জড়ো হয়ে নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে পড়ে। সেখানে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

(জাস্ট নিউজ/এমআই/একে/১৯৩৭ঘ.)