রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় ক্লাস বর্জন, বিক্ষোভ

রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় ক্লাস বর্জন, বিক্ষোভ

রংপুর, ১৩ আগস্ট (জাস্ট নিউজ) : রংপুরে বাসচাপায় স্কুলছাত্র জিয়ন মণ্ডলের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।

সোমবার সকালে ক্লাস বর্জন করে কালেক্টরেট স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। এ সময় নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি স্কুল গেইটে তালা ঝুলিয়ে দেয়া হয়।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আবু রাফা মোহাম্মদ আরিফ স্কুলে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।

রবিবার সকালে রংপুরের দর্শনা মোড় এলাকায় বাসচাপায় কালেক্টরেট স্কুলের দশম শ্রেণির ছাত্র জিয়ন মণ্ডল নিহত হয়। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, রংপুরে বাসচাপায় স্কুলছাত্রের নিহতের ঘটনায় আমরা চালক ও হেলপারকে আটক করেছি। এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু রাফা মো. আরিফ বলেন, বাসটি আটক করা হয়েছে। সেই সাথে চালক ও হেলপারকে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(জাস্ট নিউজ/এমআই/১৪১৪ঘ.)